নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: বৃক্ষরোপনের মাধ্যমে উত্তর জেলা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্বোধন করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো উত্তর ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। এই এসোসিয়েশনের সভাপতি পদে মনোনীত হয়েছেন মোহন্ত নাথ। এই উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন উদ্বোধক বিশ্ববন্ধু সেন।
তিনি বলেন, রাজ্যে সরকার আসার পর অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেমন করে সঠিক পথে বৃক্ষ ছেদন করা যায় এবং পাশাপাশি রোপনের মাধ্যমে তার ঘাটতি পূরণ করা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ বনদস্যদের কারণে রাজ্যের অধিকাংশ পাহাড় খালি হয়ে গেছে। তারা অসৎ পথ অবলম্বন করে বৃক্ষ ছেদন করে যাচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে। এতে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষের জীবন শংকটা পূর্ণ হয়ে উঠেছে।
সারা বিশ্বের এখন বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে জীবিত রাখার যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে ধর্মনগর পিছিয়ে নেই। ধর্মনগরে গ্রীন ধর্মনগর কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে এবং যেসব বৃক্ষ কে রোপন করা হচ্ছে সেগুলোকে সঠিক কার্যাবলীর মাধ্যমে কেমন করে বাঁচিয়ে রাখা যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই বৃক্ষ একটি স্মরণ করলে পাঁচটি বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী।
সরকার যেমন অসৎ পথে বৃক্ষছেদনের বিরুদ্ধে সক্রিয় হয়েছে তেমনি উত্তর ত্রিপুরা টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা অসৎ পথ প্রত্যাহার করে সৎ পথে বৃক্ষ ছেদনের প্রতি মনোযোগী হয়েছে তাই এই উত্তর ত্রিপুরা কে নিয়ে উত্তর ত্রিপুরা টিম্বার অ্যাসোসিয়েশন গঠন হয়েছে। এই এসোসিয়েশনের সদস্যরা যাতে সরকারের মনোভাব সার্বিকভাবে ছড়িয়ে দিতে পারে তার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু