ঘরোয়া ফুটবল মরশুমে এবার রাজ্যের রেফারীদের উপর আস্থা 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। এর পরই শুরু হতে চলেছে রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবছরের ঘরোয়া ফুটবল মরশুম।আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে তৃতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের ফুটবল ইতিহাসে এবারই প্রথম রেকর্ড সংখ্যক দল নিয়ে শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৬টি। ১৭ জুন রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সরোজ সংঘ ও ইকফাই এফ.সি। পাশাপাশি ১৮ জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। এরপরে ক্রমান্বয়ে চলবে একের পর এক ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ও প্রথম ডিভিশন লিগ ফুটবলের সঙ্গে রাখাল স্মৃতি নকআউট ফুটবলের আসর। এবারের  ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্যের রেফারিরা। বহি রাজ্য থেকে রেফারি আনার পরেও দেখা যায় বেশ কিছু ত্রুটি বিচ্যুতি। তাই এবার রাজ্যের রেফারিদের প্রতি আস্থা রাখল রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। সবকটি ম্যাচ পরিচালনার দায়িত্ব যেহেতু এবছর রাজ্যের রেফারিদের, তাই ম্যাচ পরিচালনার আগে রেফারিদের ফিটনেস যাচাই করে নিতে এক বিশেষ ফিটনেস ক্যাম্পের আয়োজন করে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। শুক্রবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত রেফারিদের নিয়ে 

অনুষ্ঠিত হয় এই ফিটনেস ক্যাম্প। 

একদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে ৫০ জন রেফারি অংশ গ্রহন করে। যার মধ্যে রয়েছে ৩ জন মহিলা রেফারি। শিবিরের শুরুতেই এদিন ময়দানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী,যুগ্ম সচিব তপন সাহা ও যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার সহ রেফারি এসোসিয়েশনের সচিব নারায়ন দে সহ অন্যান্যরা। রেফারিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী বলেন, আগামী ১৬ জুন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির সভা। তার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ রাজ্যের ফুটবল রেফারিদের দিয়ে পরিচালনা করা হবে। তাদের উপরেই আস্থা রয়েছে ফুটবল সংস্থার। প্রত্যাশা টুর্নামেন্ট গুলির প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে রাজ্যের রেফারিরা। তবে এদিন রেফারিদের উদ্দেশ্যে সচিব আহ্বান রাখেন ম্যাচ শেষে মাঠেই যেন ম্যাচের ভুল ত্রুটি গুলি নিয়ে পর্যালোচনা করেন। এতে করে রেফারিরা একদিকে যেমন নিজেরা সমৃদ্ধি হবেন ঠিক তেমনি আগামী ম্যাচগুলি পরিচালনার ক্ষেত্রেও সফলতা আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *