মিজোরামে পাচারের পদে মাদক সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: মিজোরাম রাজ্যে মাদক নিষিদ্ধ হওয়ায় ত্রিপুরা রাজ্য থেকে অহরহ পাড়ি দিচ্ছে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য। বেআইনিভাবে এই মাদকদ্রব্য পারাপার হচ্ছে বলে অভিযোগ। দামছড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বনফুল নাকা পয়েন্টে একটি গাড়িকে তল্লাশি করে। গাড়িটির নাম্বার এমজেড০১-ডব্লিউ-৭৭৭৬। তল্লাশিতে এই গাড়ি থেকে ৪২২ বোতল কেইন বিয়ার উদ্ধার হয় এবং এক ব্যক্তি মিজোরাম রাজ্যের তাকে গ্রেপ্তার করা হয়।

ভানু লাল পেকা নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য এবং গাড়িসহ আটক করে দামছড়া থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। মূলত মিজোরাম রাজ্যকে তাদের রাজ্য সরকার ড্রাই স্টেইট ঘোষণা করলেও রাজ্যের মানুষের মাদকের প্রতি যে আসক্তি তা এখনো কমেনি। তাই রাজ্যের মানুষের মাদকের আসক্তি জোগাতে ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য যাচ্ছে মিজোরাম রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *