এডিসিতে চাকুরীর নিয়োগ পরীক্ষার নতুন বোর্ড গঠিত

আগরতলা, ১৪ জুন: এডিসিতে চাকুরীর নিয়োগ পরীক্ষার নতুন বোর্ড গঠন করা হয়েছে। আজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্র কুমার জমাতিয়া।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই বোর্ডের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন বুদ্ধিলীন রাঙ্খল, নরেশ জামাতিয়া, পার্থ দেববর্মা এবং ভাবেশ দেবর্বমা।