ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা

আগরতলা, ১৩ জুন: ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা করেছে স্বামী এবং ননাস। এমনই অভিযোগ তুলেছেন নির্যাতিতা গৃহবধু ও তাঁর মা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় গোটা উদয়পুর শালগড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত এক বছর আগে উদয়পুর শালগড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের সাথে রহিমা আক্তারের (১৮)সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল। কিন্তু, বিয়ে হওয়ার পর থেকে রহিমাকে শারীরিক নির্যাতন করতেন স্বামী, বলে অভিযোগ করেছেন নির্যাতিতার মা। দেখতে সুন্দর নয় বলে তাঁর মেয়েকে প্রতিনিয়ত খোচা দিতেন স্বামী ও ননাস পিঙ্কি বেগম।

এ বিষয়ে নির্যাতিতা গৃহবধু রহিমা আক্তার বলেন, স্বামী প্রায়শই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরেই তাঁকে মারধর করতেন। বুধবার রাতে ঠান্ডা পানীয় জলের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় এখনো পুলিশের কাছে অভিযোগ জানানো হয়নি। তার আগেই ভয়ে ওই গৃহবধুর স্বামী বেপাত্তা হয়ে গেছেন।