দীর্ঘ দিন যাবৎ রাস্তার বেহাল দশা, আন্দোলনে নামার হুশিয়ারী ক্ষুদ্ধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ জুন: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনি থেকে খামারপাড়া পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য। অতিসত্বর রাস্তা সংস্কার না হলে আন্দোলনে নামতে বাধ্য হবে এলাকাবাসী বলে হুশিয়ারী দিয়েছেন।

জানা গিয়েছে, নকুল চৌমুহনী থেকে খামারপাড়া পর্যন্ত রাস্তার আশেপাশে কমপক্ষে ২৫ থেকে ৩০ পরিবারের বসবাস করেন। কাঞ্চন মালা এলাকায় শুধু একটি রাস্তা নয় এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। অথচ সংশ্লিষ্টদপ্তর গুলি রাস্তা সংস্কারের কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। নকুল চৌমুহনি থেকে খামারপাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে রয়েছে। তাতে জল জমাট বেঁধে আছে। গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ পর্যন্ত পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারছে না। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরেও  পি ডব্লিউ ডি এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তাটির সংস্কারের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না।  তাই অতিসত্বর রাস্তা সংস্কার না হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *