ঘাটাল, ১৩ জুন (হি.স.) : জানুয়ারি মাসেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হতে চলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।
রাজ্য সরকারের উদ্যোগেই’ শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আগামী ৫ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জনসম্পদ ভবনে মিটিংয়ের পর এমনটাই জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব।
ঘাটালবাসী চাইলে আগামী তিন বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন হবে জানিয়ে দেন দেব। কেন্দ্র- রাজ্য’ দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। সল্টলেকে জনসম্পদ ভবনে সেচ দফতরে বৈঠক করেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের এমপি দীপক অধিকারী।