ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ক্লইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক হলেন রূপক সাহা। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতিও তিনি। এবার আগামী তিন বছর লাল হলুদ শিবিরে সচিবের দায়িত্বে থাকবেন রূপক সাহা। রাজ্য ফুটবল সংস্থার তরফে অভিনন্দন জ্ঞাপন করা হলো রূপক সাহাকে। রাজ্যে ক্রীড়ার মানোন্নয়নে রূপক সাহা বরাবরই বদ্ধপরিকর। এবার ইস্টবেঙ্গল ক্লাবের এই নতুন দায়িত্বে তিনি।
2024-06-13