নাগপুর, ১৩ জুন (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বিস্ফোরণের পর থেকেই ওই কারখানার ম্যানেজার ও মালিক পলাতক। নাগপুরের পুলিশ কমিশনার বলেছেন, বৃহস্পতিবার দুপুরে নাগপুরের ধামনায় বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন।
বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান এনসিপি-এসিপি নেতা অনিল দেশমুখ। তিনি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। পরে অনিল দেশমুখ বলেছেন, “ধামনা গ্রামের কাছে একটি বিস্ফোরক ইউনিটে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। দুপুরে বিস্ফোরণ হয়। ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে… বিস্ফোরক বিভাগের একটি দল এখানে রয়েছে এবং আরও তদন্ত চলছে।”