নতুন দিল্লি ১২ জুন ২০২৪ : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে ২৪ জুন, চলবে ৩ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে লোকসভার নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করবেন, লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে, রাষ্ট্রপতি সংসদের উভয় সভায় ভাষণ দেবেন এবং তাঁর ভাষণের ওপর আলোচনা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এক এক্স বার্তায় এই খবর জানিয়েছেন। রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন ২৭ জুন শুরু হবে, তা ৩১ জুলাই পর্যন্ত চলবে বলেও শ্রী রিজিজু জানান।
2024-06-12