মরিগাঁও-নগাঁও রোডের বড়িগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, সংকটজনক দুই

মরিগাঁও (অসম), ১২ জুন (হি.স.) : মরিগাঁও-নগাঁও রোডের বড়িগাঁওয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে দুজন আহত হয়েছেন। আহতদের রাঙাদরিয়ার বাসিন্দা ফিরোজ জাহান এবং সোনারিগাঁওয়ের লক্ষজ্যোতি নাথ বলে শনাক্ত করা হয়েছে। আহত দুজনকে মরিগাঁও শহিদ তিলক হেমরাম গুণাভিরাম অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বুধবার দুপুরের দিকে মরিগাঁও-নগাঁও রোডের বড়িগাঁওয়ে এএস ২১ জে ৩৯৩৫ এবং এএস ২১ এজি ৯৫৩৩ নম্বরের দুটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘৰ্ষের পর লাল রঙের ওয়াগন-আরের দরজা ভেঙে বের করে সংকটজনক অবস্থায় নগাঁওয়ে পাঠানো হয়েছে।