ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লীগ পর্যায়ের খেলা শেষে এবার মূল পর্ব অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ। শেষ চারের দ্বিতীয় ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির ও বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলা আগামীকাল সোয়া একটায় শুরু। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডেই ম্যাচ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যায়ের দুটো ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। লীগ পর্যায়ের খেলা থেকে প্রণবানন্দ বিদ্যামন্দির ১৬ পয়েন্ট পেয়ে লীগে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে সেমিফাইনালে খেলছে। বিদ্যাসাগর বিদ্যালয় অবশ্য সেমিফাইনালে পৌঁছেছে তৃতীয় শীর্ষ স্থান পেয়ে। লীগ পর্যায়ের খেলায় দু-দল প্রথম দিকে অর্থাৎ ৩ জুন পরস্পরের মুখোমুখি হয়েছিল। ওই খেলায় প্রণবানন্দ বিদ্যামন্দির ৮ উইকেটের বড় ব্যবধানে বিদ্যাসাগর বিদ্যালয় কে পরাজিত করেছিল। ২০ ওভারের খেলায় টস জিতে বিদ্যাসাগর বিদ্যালয় প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছিল। জবাবে প্রনবানন্দ বিদ্যামন্দির অন্তিম ওভারে অর্থাৎ চার বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে প্রনবানন্দ বিদ্যামন্দির জয়ের প্রয়োজনীয় রাউন্ড সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের অভিজ্ঞা বর্ধন প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব পেয়েছিল। আগামীকালের ম্যাচে অবশ্য বিদ্যাসাগর বিদ্যালয়ের মেয়েরা প্রয়োজনীয় অনুশীলন করেছে, লীগ ম্যাচে পরাজয়ের দারুন জবাব দিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেতে। প্রনবানন্দ বিদ্যামন্দিরও যথেষ্ট প্রস্তুত হয়ে রয়েছে বিদ্যাসাগর বিদ্যালয়কে লিগ ম্যাচের মতোই হারিয়ে ফাইনালে খেলার টিকিট সংগ্রহ করতে।
2024-06-12