বিজয়ওয়াড়া, ১২ জুন (হি. স.): অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারে অন্য ছবি দেখা গেল। টিডিপি প্রধানের শপথ অনুষ্ঠানে জনসেনার প্রধান পবন কল্য়াণের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, পবন কল্যাণ এবং তাঁর দাদা সুপারস্টার চিরঞ্জীবীর হাত ধরে তাঁদের মঞ্চে নিয়ে আসেন এবং গল্প করেন মোদী। সেই সঙ্গে একই মঞ্চে দেখা যায় দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকেও। স্ত্রীকে নিয়ে রজনীকান্ত নায়ডুর শপথে হাজির হয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। লোকসভার পাশাপাশি অন্ধ্র বিধানসভাতেও দুর্দান্ত ফল করেছে তেলুগু দেশম পার্টি। তাঁর মন্ত্রিসভার ২৪ জন সদস্যও এদিন শপথ নেন। বিজয়ওয়াড়ায় চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথগ্রহণের পর নাইডুকে অভিনন্দন জানান মোদী।