কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিলেন শিবরাজ, অন্নদাতাদের কল্যাণই তাঁর লক্ষ্য

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক পেয়েছেন। পাশাপাশি, গ্রামোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। তিনি মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। মঙ্গলবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন শিবরাজ সিং চৌহান। দায়িত্ব নেওয়ার আগে পুজোও করেন তিনি।

পরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, গতকাল প্রধানমন্ত্রী সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কৃষকদের স্বার্থে ছিল। তিনি কিষাণ সম্মান নিধি জারি করার সিদ্ধান্ত নিয়েছেন…এখন এনডিএ সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার সংকল্প নিয়েছেন, সে লক্ষ্যে কাজ চলছে নিরন্তর। আমরা সকলে এতে আরও দ্রুত কাজ করব এবং কৃষকদের কল্যাণের জন্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *