কমিউনিকেশন মন্ত্রকের দায়িত্ব নিলেন সিন্ধিয়া, নিজ কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দায়িত্ব পেলেন টেলি যোগাযোগ মন্ত্রক এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের। এর আগে তিনি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে। মঙ্গলবার টেলি যোগাযোগ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দায়িত্ব নেওয়ার পরই নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন তিনি।

টেলি যোগাযোগ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “এটা আমার কাছে সম্মানের বিষয় যে প্রধানমন্ত্রী আমাকে যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন…তাঁর নেতৃত্বে এই বিভাগে একটি বিপ্লব ঘটেছে। আমি অধ্যবসায়ের প্রতিজ্ঞা করছি এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের ১৪০ কোটি জনগণের আকাঙ্খা অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি, তা নিশ্চিত করতে আমার যথাসাধ্য চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *