রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব, বললেন রেলের প্রতি আবেগ রয়েছে প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় আবারও রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সোমবার মন্ত্রক বন্টন হওয়ার পরবর্তী দিন, মঙ্গলবার সকালে রেল মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকে পৌঁছলে বৈষ্ণবকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান কর্মী-আধিকারিকরা।

রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “দেশের সেবা করার জন্য জনসাধারণ আবারও প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করেছেন। রেলের একটা বড় ভূমিকা থাকবে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলে অনেক সংস্কার করেছেন। রেলের বিদ্যুতায়ন হোক, নতুন ট্র্যাক নির্মাণ, নতুন ধরনের ট্রেন, নতুন পরিষেবা, অথবা স্টেশনগুলির পুনঃউন্নয়ন, এইগুলিই গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর বড় সাফল্য এবং প্রধানমন্ত্রী রেলওয়েকে ফোকাস রেখেছেন। কারণ রেলওয়ে সাধারণ মানুষের পরিবহনের মাধ্যম এবং আমাদের দেশের অর্থনীতির একটি খুব শক্তিশালী মেরুদণ্ডও, তাই রেলের উপর অনেক ফোকাস রয়েছে। রেলের সঙ্গে মোদীজির আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে…আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *