আগরতলা, ১১ জুন: বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। তাঁরা দীর্ঘ ৫ ঘন্টা যাবৎ করবুক ব্লকের রামভদ্র থেকে যতনবাড়ি পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা, যতনবাড়ী ফাঁড়ির ওসি নতুনবাজার থানার পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন।
ঘটনার বিবরণে জনৈক অবরোধকারী বলেন, করবুক মহকুমার অন্তর্গত তীর্থমূখ, রামভদ্র, ভোলানাথ, ও যৌগিন্ড পাড়ার রাস্তা বহু বছর যাবত অচল হয়ে রয়েছে। পাশাপাশি ওই সব এলাকায় বিদ্যুত, পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অভিযোগ, এ বিষয়ে প্রসাশনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাছাড়া, রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা, যতনবাড়ী ফাঁড়ির ওসি নতুনবাজার থানার পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। কিন্তু এলাকাবাসীরা তখন স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাঁদের লিখিত আশ্বাস না দেওয়া অব্দি পথ অবরোধ জারি থাকবে।