সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নিলেন রিজিজু, বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার কিরেণ রিজিজু পেয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রক, পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বও তাঁর কাঁধে। মোদীর আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন কিরেণ রিজিজু। দায়িত্ব নেওয়ার পরই সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধীদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। প্রহ্লাদ যোশী, অর্জুন রাম মেঘওয়াল ও এল মুরুগানকে তাঁকে চেয়ারে বসিয়ে দেন।

কিরেণ রিজিজু বলেছেন, “এই বিশাল দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই…সকলকে সঙ্গে নিয়ে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ইচ্ছে প্রধানমন্ত্রী মোদীর, আমরা তা পূরণ করব…আমি সমস্ত রাজনৈতিক দল, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের অনুরোধ করব তাঁদের সহযোগিতার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *