আগরতলা, ১১ জুন: ত্রিপুরায় প্রথমবার সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এলজিবিটিকিউআইএ-এর সমস্যাগুলির উপর একদিনের সেমিনারের আয়োজন করা হয়েছে।
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায় , দপ্তরের অধিকর্তা লালফখতলিঙ্গা, উপ অধিকর্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স আর গিরিরাজ, নেহা গুপ্তা রায় মেম্বার অফ টি জি ওয়েলফেয়ার বোর্ড সহ অন্যান্যরা।
ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য স্নেহা গুপ্তরায় বলেন, ত্রিপুরায় বোর্ড গঠিত হওয়ার পর প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত সমাজে আরও শিক্ষামূলক সচেতনা বাড়ানো লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়েছে। তাছাড়া, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে।আজকের অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

