তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রদ্যোতকে জানিয়েছে

আগরতলা, ১১ জুন: তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এমনটাই জানা গিয়েছে। আজ এই দাবি করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন।

এদিন তিনি বলেন, এ বিষয়ে সমাজের বুদ্ধিজীবী, সুশীল নাগরিক এবং ছাত্রছাত্রীদের পরামর্শ নেওয়া উচিত। সাথে তিনি আশা ব্যক্ত করেন, জনগণের অধিকারকে শক্তিশালী করার লক্ষ্যে সাংস্কৃতিক, আইনী, রাজনৈতিক, সাংবিধানিক এবং অন্যান্য বিধানগুলির জন্য পরামর্শ দিতে সম্ভবত উপদেষ্টা কমিটি তৈরি হবে। 

এদিন তিনি আরও বলেন, সমস্ত ষষ্ঠ তফসিল জেলা পরিষদের একসাথে মিলিত হওয়া উচিত এবং যৌথভাবে ভারত সরকারকে ১২৫ তম সংশোধনী কার্যকর করতে বলা উচিত। সরাসরি তহবিল এবং দলত্যাগ বিরোধী আইনের বিধান এডিসিকে আরও স্বাধীন করে তুলবে।