নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক পেয়েছেন গিরিরাজ সিং। বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং মঙ্গলবার সকালেই কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী হিসেবে সোমবার গিরিরাজ সিংয়ের নাম ঘোষণা করা হয়। আর মঙ্গলবার সকালেই নিজ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের দায়িত্ব নিয়ে গিরিরাজ সিং বলেছেন, “আমি বস্ত্র মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছি। বস্ত্র ক্ষেত্র এমন একটি সেক্টর যা সবচেয়ে বেশি কর্মসংস্থান প্রদান করে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, কারণ এটি কৃষকদের সঙ্গেও যুক্ত।”