আলিপুরদুয়ার, ১১ জুন (হি.স.): আলিপুরদুয়ারে হাতির হামলায় মৃত্যু হল এক তরুণের। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার-১ ব্লকের উত্তর শিমলাবাড়িতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম কিংশুক কার্জি। গ্রামে হাতি বের হয়েছে শুনে ওই তরুণ সহ আরও কয়েকজন হাতি তাড়াতে যান। সেই সময় হাতির আক্রমণে কিংশুক আহত হন। তাঁকে প্রথমে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
পরে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই তরুণের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত থেকে ওই এলাকায় একটি হাতি তাণ্ডব চালায়। চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভেঙেছে।