আগরতলা, ১১ জুন: আগামী ১৭ জুন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুজ্জোহা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমাতে প্রতিবছর মতো এবছরও গবাদি পশুর হাট বসেছে। এদিন বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এবছর গবাদি পশুর দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
মহকুমার প্রায় বেশ কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে ওই বিশেষ হাটের ব্যবস্থা করা হয়। আজ সোনামুড়া মহকুমার মেলাঘর পুরপরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ গবাদি পশুর হাট। ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় ও লক্ষ্য করা যায় বাজারে।
জনৈক ক্রেতার জানান, বিগত বছরের তুলনায় এ বছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে এখনো গবাদি পশু ক্রয় করে উঠতে পারেনি তিনি।