কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকেরও দায়িত্বেও অশ্বিনী, গ্রহণ করলেন দায়িত্বভার

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): রেল মন্ত্রক তৃতীয় দফাতেও থাকছে অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেই সঙ্গে তাঁর কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রকও থাকছে তাঁর হাতে। মঙ্গলবার সকালে রেল মন্ত্রকের পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বভারও গ্রহণ করেছেন অশ্বিনী বৈষ্ণব।

পরে মন্ত্রী বলেছেন, “জনগণ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সেবা করার জন্য আশীর্বাদ করেছে…গতকাল তাঁর প্রথম মেয়াদের প্রথম দিনেই প্রধানমন্ত্রী দরিদ্র ও কৃষকদের জন্য নিবেদিত সিদ্ধান্ত নিয়েছেন। তরুণদের জন্য একটি খুব শক্তিশালী ভীত স্থাপন করতে হবে…আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *