নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর সোমবার বিকালের মধ্যেই সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় দফতর বন্টনের কাজ। ঘোষণা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, প্ৰতিমন্ত্রীদের নাম।
ঝাড়খণ্ডের কোডারমার সাংসদ অন্নপূর্ণা দেবী মঙ্গলবার মহিলা এবং শিশু কল্যাণ দফতরে দায়িত্ব যোগ দেওয়ার পর জানান, প্রধানমন্ত্রী আমাকে মহিলা এবং শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়ায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের সবরকম চেষ্টা করব। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকটি যেহেতু অন্যান্য বেশ কয়েকটি মন্ত্রকের সঙ্গে যুক্ত, সেহেতু অন্যান্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে দফতরের কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেও এদিন জানান অন্নপূর্ণা দেবী।