নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ি। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণের পরই মন্ত্রী হিসাবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ ও নীতিন গড়করি। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরবর্তী দিন, সোমবার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গড়কড়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যোগী আদিত্যনাথ। সকলকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।