প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন মোদী, শুরুতেই অন্নদাতাদের দিলেন বড় উপহার

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন মোদী। সোমবার সকালে প্রধানমন্ত্রীর দফতরে ঢোকার সময় সবাইকে নমস্কার করতে করতে নিজ দফতরে ঢোকেন মোদী। প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই দেশের অন্নদাতাদের বড় উপহার দিলেন তিনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, মোদী এদিন প্রধানমন্ত্রী কিষান নিধির ১৭-তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়ে নিজস্ব প্রথম ফাইলে স্বাক্ষর করেছেন। এর ফলে ৯.৩ কোটি কৃষক উপকৃত হবে এবং প্রায় ২০ হাজার কোটি টাকা বিতরণ করা হবে।

ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার সময় স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।” উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন মোদী, এরপর সোমবার পদের দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *