BRAKING NEWS

(রাউন্ড আপ) তৃতীয় মোদী-মন্ত্রিসভায় শপথ একাধিক হেভিওয়েট সাংসদের

নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করেছেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ ফলে প্রথমবার এনডিএ-র কোনও প্রধানমন্ত্রী পরপর তিনবার শপথগ্রহণ করলেন৷

রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী৷ এদিন সেই শপথগ্রহণের আগে সকালে দিল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল ”সদাই অটল”-এও শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদী৷ পাশাপাশি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান মোদী।

এদিন প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর একে একে শপথ বাক্য পাঠ করেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, জোটের প্রথম সাংসদ জেডি(এস)-এর এইচডি কুমারস্বামী, জেডি(ইউ) নেতা লাল্লন সিং, সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, টিডিপি-র রামমোহন নাইডু, গিরিরাজ সিং, প্রহ্লাদ জোশী, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং, অন্নপূর্ণা দেবী, কিরণ রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, জি কিষাণ রেড্ডি, চিরাগ পাসোয়ান, সি আর পাটিল, ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও গণপতরাও যাদব, রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদ, শ্রীপাদ নায়ক, পঙ্কজ চৌধুরী, কৃষ্ণ পাল গুরজার, রামদাস আঠওয়ালে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমান্না, প্রেমা স্বামী চন্দ্রশেখর, পি সিং বাঘেল, শোভা করন্দলাজে, কীর্তিবর্ধন সিং, বিএল বর্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় টামটা, পণ্ডিত সঞ্জয় কুমার, কমলেশ পাসোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশচন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবনীত সিং বিট্টু, দুর্গাদাস উইক, নিখিল খাড়সে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখান শাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, হর্ষ মালহোত্রা, মুরলিধর মহল, জর্জ কুরিয়ান, পবিত্র মার্গারিটা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *