নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): আরও একবার প্রধানমন্ত্রীর কুর্শিতে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিলেন মোদী। পরপর দু”বার পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রীত্ব সম্পূর্ণ করে টানা তৃতীয়বার দিল্লির মসনদে তিনি।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছন বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী। ৭টা ২০ নাগাদ উপস্থিত হন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পড়ন্ত বেলায় ছড়িয়ে পড়ে জাতীয় সঙ্গীতের সুর। সন্ধে ৭টা ২৪ মিনিটে শপথ নেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
জহরলাল নেহেরুর পর গত ছয় দশকে মোদীই প্রথম যিনি টানা তিনবার প্রধানমন্ত্রীত্ব পেলেন। রবিবাসরীয় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী।