নয়াদিল্লি, ৯ জুন (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী হিসাবে রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল হতে শনিবারই নয়াদিল্লি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে এদিন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন হাসিনা। বর্ষীয়ান বিজেপি নেতার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।