নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): রবিবাসরীয় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। চলচ্চিত্র জগতের তারকাদের পাশাপাশি এদিন দেখা গেল মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো একাধিক শিল্পপতিকে।
বলা বাহুল্য, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত চাঁদের হাঁট নেমেছে রাষ্ট্রপতি ভবনে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে দেশ-বিদেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ, মরিশাস, ভুটান, মালদ্বীপ, নেপালের রাষ্ট্রনেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত আছেন দেশের একাধিক রাজনৈতিক দলের নেতারাও।