মণিপুরে ফের হিংসা, এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তেজনা জিরিবামে, প্রায় দুশতাধিক নাগরিককে ত্রাণ শিবিরে স্থানান্তর

ইমফল, ৮ জুন (হি.স.) : মণিপুরে ফের হিংসা। জিরিবামের মংবুংখুল গ্রামের ৫৯ বছর বয়সি জনৈক সইবাম শরৎকুমার সিং নামের ব্যক্তির সশস্ত্র জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জিরিবাম জেলা সদরে জিরি স্পোর্টস কমপ্লেক্সের ত্রাণ শিবিরে লামতাই খুনউ, দিবং খুনউ, নুনখাল, বেগরা এবং মংবুংখুল গ্রামের ২০০ জনের বেশি মেইতেই জনগোষ্ঠীয় পুরুষ-মহিলা সহ শিশুদের স্থানান্তর করা হয়েছে। এদিকে ত্রাণ শিবিরের আশ্রিতদের ঘরবাড়ি সন্দেহভাজন জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে।

আজ শনিবার সরকারিভাবে এ খবর জানিয়ে বলা হয়েছে, জিরিবাম শহর থেকে ৩০ কিলোমিটারের বেশি দূরবর্তী ওই গ্রামগুলিতে রাজ্য পুলিশ কমান্ডো সহ আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে।

রাজ্য পুলিশের জনৈক উচ্চপদস্থ আধিকারিক জানান, জাতিগত হিংসাজর্জর মণিপুরের জিরিবাম জেলার অন্তর্গত মংবুংখুল গ্রামের মেইতেই জনগোষ্ঠীয় ৫৯ বছর বয়সি জনৈক সইবাম শরৎকুমার সিং নামের ব্যক্তি বৃহস্পিতবার বিকালে তাঁর খামারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরেরদিন গতকাল শুক্রবার সকালে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, শরৎকুমার সিংকে নৃশংসভাবে খুন করেছে সন্দেহভাজন জঙ্গি দল।

পুলিশ আধিকারিক জানান, ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিশোধ নিতে একটি পরিত্যক্ত প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছেন। কেবল তা-ই নয়, নির্বাচনের আগে যে সব লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র পুলিশ নিয়েছিল, সেগুলি ফিরিয়ে দিতে স্থানীয়রা জিরিবাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

অফিসার জানান, মেইতেই, নাগা, কুকি, মুসলিম এবং অ-মণিপুরিদের সমন্বয়ে একটি বৈচিত্র্যময় জেলা জিরিবাম। সেখানে আচমকা এভাবে হিংসা ছড়ানোর ঘটনা উদ্বেগের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *