নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পেশ হল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা শনিবার প্রস্তাব করেন, রাহুলকে লোকসভার বিরোধী দলনেতা নিয়োগ করা হোক। এ বিষয়ে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেছেন, সিডব্লিউসি (কংগ্রেস ওয়ার্কিং কমিটি) সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার পদ নেওয়ার জন্য অনুরোধ করেছে… সংসদের ভিতরে এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল জিই সেরা ব্যক্তি।”
বেণুগোপাল আরও বলেছেন, “রাহুল গান্ধী সিডব্লিউসিকে বলেছেন, তিনি খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন (লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার বিষয়ে)।” রাহুল গান্ধী কোন আসনটি (রায়বরেলি অথবা ওয়ানাড) রাখবেন তা জানতে চাওয়া হলে বেণুগোপাল বলেন, “এই সিদ্ধান্ত ১৭ তারিখের আগে নিতে হবে এবং সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে আসবে।”