আগরতলা, ৮ জুন: এডিসি প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১১০টি পদে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এডিসি প্রশাসন। আজ সাংবাদিক সম্মেলনে করে একথা জানিয়েছেন এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া। এ বিষয়ে পূর্ব আগরতলা থানায় মামলা করা হবে।
এদিকে সামাজিক মাধ্যমে পরীক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি.কে জমাতিয়া বলেন, এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে ১১০টি শূন্য পদ পুরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। চাকুরী দেওয়ার জন্য প্রায় ২৬ হাজার ছাত্র ছাত্রীদের আবেদন জমা পড়েছিল।পরীক্ষার জনঢ় বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ড এই নিয়োগ প্রক্রিয়ার সবকিছু দেখছে। রাজ্যের ৭১ টি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী ১১০ টি শূন্যপদ পূরণের জন্য রবিবার বেলা সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা ছিল।
কিন্তু পরীক্ষা নেওয়ার ২৪ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তাই আপাতত চাকরী পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময় নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
এদিন তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পশ্চিম আগরতলা থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হবে। প্রশাসনিক ভাবেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, আগামীকাল টিটিএএডিসির পরীক্ষার উত্তরপত্র ফাঁসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছি। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এটা আমার দৃঢ় অঙ্গীকার যে দুর্নীতির কোনো স্থান থাকবে না। যারা এগিয়ে এসে প্রমাণ দেখিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জড়িতদের চিহ্নিত করা হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, পরীক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।