মির্জাপুর, ৮ জুন (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরের চিল থানার অন্তর্গত তিলাঠি গ্রামের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টর ট্রলি উল্টে মৃত্যু হয়েছে এক মহলিার। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ট্রলির নিচে চাপা ওই মহিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে তিলাঠি গ্রামের কাছে একটি ট্রাক্টর ট্রলিতে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন চালক। রাস্তার ধারে শিব কুমারের স্ত্রী সঞ্জু দেবী (৩২) আরও চার মহিলার সাথে যাচ্ছিলেন। সেই সময় ট্রাক্টর উল্টে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সঞ্জু। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জু দেবীর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।