সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে নন্দননগর : আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে আজও দুই মাঠে তিনটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট যেন বৃষ্টির কবলে। আগামীকাল সকালে পরিবেশ পরিস্থিতি কেমন হয়, তার উপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী তিনটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারও বিরতির দিন ছিল। টুর্নামেন্টের কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় আসাম রাইফেলস্ পাবলিক স্কুল খেলবে প্রাচ্য ভারতি স্কুলের বিরুদ্ধে। একই মাঠে বেলা সোয়া একটায় প্রণবানন্দ বিদ্যামন্দির খেলবে বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকাল পৌনে ৯ টায় বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নন্দননগর স্কুল পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, গত রবিবার টুর্নামেন্ট শুরু হয়ে ৪ দিনে দুই মাঠে তিনটি করে ১২টি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আসাম রাইফেলস পাবলিক স্কুল পরপর ৪টি ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এবং সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। নন্দননগর স্কুল দলও এগিয়ে রয়েছে শেষ চারের লক্ষ্যে। আগামীকালের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। এদিকে, ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির, প্রণবানন্দ বিদ্যামন্দির এবং বিদ্যাসাগর বিদ্যালয়ও একটি করে ম্যাচ জিতে সেমিফাইনালের লক্ষ্যে এক ধাপ করে এগিয়ে রয়েছে। আরও কোন্ দুটি দল সেমিফাইনালে পৌছুবে তা আগামী দুদিনের ম্যাচের ফলাফলে নিশ্চয়তা পাওয়া যাবে।

প্রথম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির কে ২৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির কে ৬৫ রানে পরাজিত করেছে। আগামীকাল আসাম রাইফেল  পাবলিক স্কুল তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক এর জন্য মাঠে নামবে। নন্দননগর স্কুল একটি মাত্র ম্যাচে বড়দোয়ালি স্কুলের বিরুদ্ধে খেলে সেটিতে ছয় উইকেটে জয়ী হয়ে আপাতত দ্বিতীয় শীর্ষে রয়েছে। আগামীকাল তারা দ্বিতীয় জয়ের উদ্দেশ্যে মাঠে নামছে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির প্রথম ম্যাচে প্রাচ্য ভারতী স্কুলকে ১১৬ রানের ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুল এর কাছে ৬৫ রানে হেরে কিছুটা পিছিয়ে যেতে হয়েছে। আগামীকাল তাদের উদ্দেশ্য রয়েছে ফের জয়ে ফিরে আসা। এদিকে প্রণবানন্দ বিদ্যামন্দির প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বিদ্যাসাগর বিদ্যালয় কে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। বলা বাহুল্য, বড়দোয়ালী এবং প্রাচ্য ভারতি স্কুল পরপর দুই ম্যাচে পরাজয় স্বীকার করলেও তৃতীয় ম্যাচে জয় কে টার্গেট করে আগামীকাল তারা মাঠে নামার প্রস্তুতি নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *