পাটনা, ৫ জুন (হি. স.): একদা ইন্ডি জোটের পুরোধা নীতীশ কুমার ভোটের আগেই যোগ দিয়েছিলেন এনডিএ-তে। এদিকে ভোট গণনার পর বুধবারই ইন্ডি জোটের শরিক তথা আরজেডি-র শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র নীতীশ কুমার। তাঁর এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই অন্য সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ–র মিলিত আসন ২৯৪টি। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি শাসক জোটের। এর মধ্যে নীতীশের জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, পাশাপাশি এনডিএ-র আর এক শরিক টিডিপির আসন সংখ্যা ১৬। একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকা এই দুই দলের যৌথ আসন ২৮। রাজনৈতিক মহলের দাবি, রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। সেই হিসেবে বুধে নীতীশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতিতে রহস্য বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।