পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি জয়ী

আগরতলা, ৪ জুন: পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৭ লক্ষ ৭৭ হাজার ৪৪৭টি ভোট পেয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম তথা ইন্ডি জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে তিনি ৪ লক্ষ ৮৬ হাজার ৮১৯টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।