নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: ফলাফল যাই হোক, রাজ্যে যেন কোনো অশান্তি না হয়। সোমবার রাজ্যে এসে এমনটাই বললেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাকে কেন্দ্র করে গোটা দেশ সহ রাজ্যজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। সোমবার দুপুরে রাজ্যে এসেছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন এমবিবি বিমান বন্দরে অবতরণ করে তিনি বলেন, আর কয়েকঘন্টা পরেই ফলাফল সামনে আসবে। তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ফলাফল যাই হোক, দেশকে এগিয়ে যেতে হবে। রাজ্যে যেন কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ না হয়, তার জন্য প্রত্যেকের কাছে আহ্বান করেন তিনি।