নয়াদিল্লি, ৩ জুন (হি. স.): সোমবার রাত পেরোলেই লোকসভা নির্বাচনের গণনা। তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন,ভোটগণনা খুবই বলিষ্ঠ একটি প্রক্রিয়া। দেশে মোট সাড়ে ১০ লক্ষ বুথ রয়েছে। ৩০-৩৫ লক্ষ পোলিং এজেন্ট থাকবেন। এছাড়াও নজরদারি দল থাকবে। গণনা কর্মীরা থাকবেন। কোনও ত্রুটি হতেই পারে না। সিসি ক্যামেরা থাকবে। ভোটগণনায় কারচুপিরও কোনও সম্ভাবনা নেই।
পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে সেভাবে হিংসা হবে না। তবে যদি হয়, তা মাথায় রেখে কয়েকটি রাজ্যে সিআরপিএফ থাকবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।