রানিনগর, ৩ জুন (হি. স.) : মুর্শিদাবাদের রানিনগর থানার মালিবাড়ি ১ নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকার বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল। ঘটনাটি সোমবার সকালের।
জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে বোমার জায়গাটি ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়্যাডকে। প্রসঙ্গত, মঙ্গলবার ভোটের গণনা। তার আগে এহেন তাজা বোমা উদ্ধার নিতান্তই চিন্তা বাড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের।