এক্সিট পোলের জের, বিজেপির জয় উদযাপনে মুম্বইয়ে আগাম প্রস্তুত হাজার কেজির লাড্ডু

মুম্বই, ৩ জুন (হি. স.): সোমবার রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। দেশজুড়ে চলছে প্রস্তুতি। ফলাফল হাতে আসতে বেশ কিছুটা সময় বাকি থাকলেও, এক্সিট পোল আভাস দিয়েছে জয়ের হ্যাটট্রিক করতে চলেছে বিজেপি। ফের মসনদে বসছেন নরেন্দ্র মোদী। আর তাই দেশজুড়ে বিজয়োৎসবের প্রস্তুতি তুঙ্গে।

এই আবহে হাজার কেজির লাড্ডু তৈরির প্রস্তুতি চলছে মুম্বইয়ের গিরগাঁও চাউপট্টির একটি দোকানে। জানা গিয়েছে, এক্সিট পোল দেখে লাড্ডু তৈরি শুরু করে দেওয়া হয়েছে। মোদী ক্ষমতায় এলেই মিষ্টিমুখ করাতে প্রস্তুত এই মিষ্টির দোকান।