লখনউ, ২ জুন (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশের সোনভদ্র। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৯। রবিবার বিকেল ৩.৪৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, রবিবার বিকেল ৩.৪৯ মিনিট নাগাদ ৩.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় সোনভদ্রে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৪.৬১ অক্ষাংশ ও ৮৩.০৬ দ্রাঘিমাংশ। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিহারের গয়া থেকে ১৯৭ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।