মস্কো, ২ জুন (হি.স.): প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। কাসপারভ এক দশক আগে নিপীড়নের ভয়ে রাশিয়া থেকে চলে গিয়েছিলেন। ক্রেমলিনের “বিদেশি এজেন্ট” আইন লঙ্ঘনের জন্য মস্কোতে একটি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন গ্যারি কাসপারভ।
রাশিয়া কাসপারভকে বিদেশি এজেন্ট হিসাবে কাজ করা ব্যক্তিদের তালিকায় যুক্ত করেছে। যার মধ্যে ভ্লাদিমির পুতিনের কয়েক ডজন সমালোচক রয়েছে। রাশিয়ান রাষ্ট্রপতি পুতিন ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার পরেই কাসপারভের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরে কাসপারভের মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।