বদায়ুঁ, ২ জুন (হি. স.): গাছের তলায় শুয়ে থাকা কয়েকজন ব্যাক্তিকে পিষে দিল একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বদায়ুঁতে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ জনের। বাকি দু”জনের অবস্থা আশঙ্কাজনক।গ্রামবাসীরা ওই চালককে পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বদায়ুঁতে। অভিযুক্ত ভ্যানচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।