নদিয়া, ২ জুন (হি.স.): নদিয়া জেলার কালীগঞ্জে খুন হলেন এক যুবক। গুলি করে, এরপর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় ওই যুবককে। নিহত যুবকের নাম – হাফিজুর শেখ (৩৫)। তাঁর বাড়ি কালীগঞ্জের পচা চাঁদপুরের রেললাইন পাড়ায়। শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই তাঁকে খুন করা হয়। খুনের পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অনেক রাত পর্যন্ত দেহ আটকে রাখেন নিহতের আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে জাতীয় সড়কের ধারে ক্যারম খেলছিল হাফিজুল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। অভিযোগ হাফিজুল ছুটে পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় ও মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় বলেও অভিযোগ। এরপরই ‘পুলিশ নিষ্ক্রিয়’-এই অভিযোগ তুলে রাত পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।