নয়ডা, ২ জুন (হি. স.): ফের নয়ডায় অগ্নিকাণ্ড। রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডার এনডিপিসি রোডের একটি গুদামে।
জানা যায়, এদিন আগুন লাগার ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুড়ে যায় গুদামে মজুত প্রচুর জিনিস। ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে দেশজুড়ে লাফিয়ে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। যার প্রাথমিক কারণ তাপপ্রবাহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

