কলকাতা, ২ জুন (হি. স.): সপ্তম দফার লোকসভা ভোট শেষের পরেও মিটছে না উত্তেজনা। এবার ডায়মন্ডহারবার এবং মথুরাপুর কেন্দ্রের কয়েকশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। জানা গেছে, এই দাবি জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে কমিশনে।
বিজেপির দাবি, এই দুই কেন্দ্রের কয়েকশো বুথে স্বচ্ছ ভাবে ভোটগ্রহণ হয়নি। অভিযোগ, ভুয়ো ভোট পড়েছে অনেক বুথে। কোনও কোনও বুথে সিসিটিভি ক্যামেরায় কারচুপি হয়েছে। অনেক বুথে অবাধে ছাপ্পা ভোট পড়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার সব বুথ, বজবজ, মহেশতলা বিধানসভা এলাকারও বহু বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। কারচুপির অভিযোগ তোলা হয়েছে মথুরাপুর কেন্দ্রের সাগরের একাধিক বুথেও।

