কলকাতা, ২ জুন (হি.স.): তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত রয়েছে তিলোত্তমায়, কখনও বাড়ছে আবার কখনও কমছে। ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় যদিও রবিবারের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় অবশ্য নেই কলকাতা। সোমবার ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া। এছাড়াও মঙ্গলবার বৃষ্টি চলবে কিছু জেলায়। দুই ২৪ পরগনা ছাড়াও ওই দিন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।