আগরতলা, ১ জুন: বিরোধীদের অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রাজপথে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন মিছিলটি প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বামগ্রেস যৌথভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা ও অপপ্রচার রটিয়ে যাচ্ছে। রাজ্যে খাদ্য, কাজ,আইন শৃঙ্খলা নেই বলে অপপ্রচার ছড়াচ্ছে। আসলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তেমনি, মুখ্যমন্ত্রী মানিক সাহার জনমুখী সরকারের বিরুদ্ধে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছে যুব মোর্চা।